কালীঘাটের কালী মায়ের মন্দির

Friday, February 6, 2015

কালিঘাট মায়ের মন্দির



কালিঘাট মায়ের মন্দির: আপনাদের কাছেও এমন কোন সুন্দর ছবি থাকলে আমাদের পাঠিয়ে দিনআমরা আমাদের এই পেজটির মাধ্যমে তা সবার কাছে পৌচ্ছে দেবো |






  • কালীঘাটের কালী

আমাদের কলকাতার দক্ষিণে কালীঘাট, সে তো তীর্থস্থান। সতী-দেহের দক্ষিণ পদাঙ্গুলি এখানে পড়েছিল বলেই কালীঘাটের কালী দক্ষিণা কালী নামে পরিচিত হয়ে রয়েছেন। সে ঘটনার স্বপ্ন দর্শন পেয়েছিলেন সাধক আত্মারাম ব্রক্ষ্মচারী। পরে সাবর্ণ গোত্রজ সন্তোষ রায় চৌধুরী, যিনি কিনা ছিলেন বরিশার জমিদার, তিনি এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। তবে কারো কারো মতে তাঁর বাবা কেশবচন্দ্র রায় চৌধুরী ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা। তাই সেকালে শোনা যেতো -

                             “কালিঘাট কালী হল চৌধুরী সম্পত্তি        
                             “হালদার পুজক তার এই তো বৃত্তি।”



◆জয় মা ভবতারিণী◆  ◆জয় মা ভবতারিণী◆  ◆জয় মা ভবতারিণী◆  ◆জয় মা ভবতারিণী◆









Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Note: Only a member of this blog may post a comment.